রাজবাড়ীর পাংশা উপজেলায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাসমত মন্ডল নামে একজনকে আটক করেছে র্যাব । তার বিরুদ্ধে রাজবাড়ীর পাংশা থানায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় ভুক্তভোগী শিক্ষার্থী রোববার প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। অভিযুক্ত হাসমত মন্ডল ভুক্তভোগী শিক্ষার্থীকে তুলে নিয়ে পাংশার নাওড়া বনগ্রাম বেসরকারী স্কুলের পেছনে পানের বরজে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় সেদিনই স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর বাবা। পরবর্তীতে র্যাব ১০ একটি দল সোমবার রাতে পাংশার কুঠিমালিঘাটে অভিযান চালিয়ে হাসমত মন্ডলকে আটক করে। আটক হাসমত পাংশা উপজেলার কুঠিমালিঘাট গ্রামের জেহের মন্ডলের ছেলে। আটকের পর আসামিকে পাংশা থানা হেফাজতেপাঠিয়েছে র্যাব।